Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

দুমকী উপজেলা পরিষদ

দুমকী, পটুয়াখালী।

 

 

দুমকী উপজেলা পরিষদের ৪৭তম সভার কার্যবিবরণী

 

 

সভাপতি     ঃ      জনাব মোসাঃ নাছিমা বেগম

                        মহিলা ভাইস চেয়ারম্যান, দুমকী উপজেলা পরিষদ।

 

তারিখ      ঃ       ২৭-০২-২০১৩ খ্রিঃ।

 

সময়        ঃ       সকাল ১০.০০ মিঃ।

 

স্থান         ঃ       উপজেলা পরিষদ সভাকক্ষ, দুমকী, পটুয়াখালী।

 

সভায় উপস্থিত সদস্যবৃন্দের তালিকা- পরিশিষ্ট ’’ক’’ দ্রষ্টব্য।

অনুপস্থিত সদস্যবৃন্দের তালিকা- পরিশিষ্ট ’’খ’’ দ্রষ্টব্য।

                                   

সভাপতি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব হারম্নন-অর রশীদ হাওলাদার জরম্নরী কাজে ব্যসত্ম থাকায় উপস্থিত না থাকতে পেরে তাঁর সদয় সম্মতিক্রমে উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ নাছিমা বেগম সভায় সভাপতিত্ব করেন। প্যানেল ভাইস চেয়ারম্যান শাহজাহান আকন সেলিমও অনুপস্থিত রয়েছেন। সভাপতি সভায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরম্ন করেন। অতঃপর সভাপতি মহোদয় উপজেলা নির্বাহী অফিসারকে সভা পরিচালনার  জন্য আহবান  জানান।

        

       উপজেলা নির্বাহী অফিসার সূচনা বক্তব্যে অমর একুশে ফেব্রম্নয়ারী শহীদ দিবস ও আমত্মর্জাতিক মাতৃভাষা দিবস-১৩ দুমকী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আলোচ্যসূচী মোতাবেক  আলোচনা  শুরম্ন করেন এবং  নিম্নরূপ আলোচনা ও  সিদ্ধামত্ম সমূহ গৃহীত হয়ঃ

ক্রঃ নং

আলোচ্যসূচী

আলোচনা

সিদ্ধামত্ম

বাসত্মবায়ন

০১

আলোচ্যসূচী-০১ঃ    পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন

উপজেলা নির্বাহী অফিসার পূর্ববর্তী (৪৬তম) সভার কার্যবিবরণী সভায় পাঠ করে শুনান  এবং কোনরূপ সংশোধন  না থাকলে উহা  দৃঢ়করণের প্রসত্মাব করেন।

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিÿা কর্মকর্তা জানান পিপিপি এর ভিত্তিতে ডায়েরী প্রদানের সিদ্ধামত্ম যুগোপোযোগী হলেও অর্থ আদায় নিয়ে বিভ্রামিত্ম তৈরি হতে পারে বিধায় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোন অর্থ সংগ্রহ করতে যাওয়া ঠিক হবে না। তদুপরি এই কাজটিও তাতে বিলম্বিত হবে। জনস্বার্থ বিবেচনা করে এ কাজ এককভাবে উপজেলা পরিষদের তহবিল থেকে সম্পন্ন করা উচিৎ। এ ÿÿত্রে প্রাথমিক শিÿা অফিসারও একই প্রসত্মাব করেন এবং উপস্থিত উপজেলা পরিষদের সদস্যবৃন্দ সকলে এ প্রসত্মাব সমর্থন করেন।

সম্পূর্নভাবে উপজেলা পরিষদের অর্থায়নে মাধ্যমিক ও প্রার্থমিক পর্যায়ের ডায়েরী সরবরাহ করা হবে। এছাড়া আর কোন সংশোধনী প্রসত্মাব না থাকায়  (৪৬তম) সভার কার্যবিবরণী ও সিদ্ধামত্ম সমুহ সর্বসম্মতিক্রমে  দৃঢ়করণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার, দুমকী।

০২

আলোচ্যসূচী-২ঃ

বিভাগ ভিত্তিক কার্যক্রম আলোচনা

উপজেলা স্বাস্থ্য ও প.প. বিভাগঃ

উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা সভায় জানান যে,

১। দুমকী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে মাত্র একজন মেডিকেল অফিসার ও দুইজন সেবিকা কর্মরত আছেন। চিকিৎসক ও সেবিকা সংকটে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে বিধায় জরম্নরী ভিত্তিতে ০৩জন চিকিৎসক ও ০৫জন সেবিকা পদায়নের জন্য অনুরোধ জানান।

০২। তিনি আরও বলেন, দুমকী উপজেলায় কার্বাইড দিয়ে পাকানো টমেটো ও অন্যান্য ফল বিক্রি হচ্ছে কিনা তা পর্যবেÿন করা দরকার। এসব দূষিত ফল খাওয়ার ফলে ভোক্তাদের কিডনী, লিভার বিকলসহ নানাবিধ জটিলতা তৈরী হওয়ার আশঙ্কা রয়েছে। মাছে এখন আর পচন ধরে না, ফরমালিন নামক বিষাক্ত কেমিক্যাল দিয়ে মাছের পচন রোধ করা হচ্ছে কিনা তা পরীÿা পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধ জানান।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার বলেন যে, মোবাইল কোর্ট পরিচালনার গোপন সংবাদ কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে নির্ধারিত স্থানে পৌছে দেয়া হয়। ফলে অনেক সময় অভিযান ব্যর্থ হয়। যাতে এ ধরণের তথ্য পাচার না হয় সে ব্যাপারে সংশিস্নষ্ট সকলের প্রতি অনুরোধ জানান এবং সেনেটারী ইন্সপেক্টরকে সপ্তাহে অমত্মত ৩দিন দুমকীতে উপস্থিত থাকার ব্যাপারে সভাপতির দৃষ্টি আকর্ষন করেন।

০৩। দুমকী উপজেলা হাসপাতালের এ্যাম্বুলেন্সটি বরিশাল ও পটুয়াখালী যাতায়াত করতে টোল নেয়া হয়। যার ফলে গরীব জনসাধারণ আর্থিকভাবে ÿতিগ্রস্থ হচ্ছে। তাই সরকারী এ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের ÿÿত্রে টোল না নেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী অফিসার জানান, সরকারী এ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের ÿÿত্রে টোল ফ্রি করার জন্য নির্বাহী প্রকৌশলী, পটুয়াখালীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে আশ্বাস পাওয়া গেছে বলে জানান।

০৪। উপজেলা এমএনএইচ প্রোগ্রামের আওতায় মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু কমানোর লÿÿ বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে। এ সুফল পেতে আজকের সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারী ও এনজিও প্রতিনিধির মাধ্যমে অত্র উপজেলার জনগনকে গর্ভবর্তী পরিচর্যা ও স্বাভাবিক প্রসবের জন্য উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে পাঠানোর জন্য সকলের প্রতি দৃষ্টি আকর্ষন করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সভায় উপস্থিত সদস্যদেরকে বিভিন্ন সভা-সেমিনারে বক্তব্যকালীন মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু কমানোর লÿÿ গর্ভবর্তী পরিচর্যা ও স্বাভাবিক প্রসবের জন্য উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে আসার জন্য উদ্বুদ্ধ করার আহবান জানান।

১। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে জরম্নরী ভিত্তিতে ০৩জন চিকিৎসক ও ০৫জন সেবিকা পদায়নের জন্য উপজেলা পরিষদ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন।

 

২। স্যানিটারী ইন্সপেক্টর দুমকীতে সপ্তাহে তিনদিন উপস্থিত থাকা এবং এর মাধ্যমে নিয়মিত মোবাইল পরিচালনা করা ও কার্বাইড পরীÿার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা কার্বাইড কীটের ব্যবস্থা করবেন এবং উপজেলা নির্বাহী অফিসার সেনেটারী ইন্সপেক্টরের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

৩। জেলার সকল সরকারী এ্যাম্বুলেন্স টোল ফ্রি করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি জেলা সম্বয় সভায় উত্থাপন করবেন। পরবর্তীতে ইউনিভার্সিটি ও লুথারান হেলথ কেয়ার এর এ্যাম্বুলেন্সও টোল ফ্রি করার জন্য অনুরোধ করা হবে।

৪। উপজেলা এমএনএইচ প্রোগ্রামের আওতায় মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু কমানোর লÿÿ গর্ভবর্তী পরিচর্যা ও স্বাভাবিক প্রসবের জন্য উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে আসার জন্য উদ্বুদ্ধ করার সিদ্ধামত্ম গৃহীত হয়। সকল কর্মকর্তা নিজ বিভাগের জনসমাবেশ হয় এমন কর্মসূচীতে এ প্রসঙ্গেও কথা বলবেন।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা, দুমকী। 

 

০৩

 

উপজেলা কৃষি বিভাগঃ

সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান যে, তার দাপ্তরিক কার্যক্রম ভালভাবে চলছে এবং বিগত সভার সিদ্ধামত্ম সমূহ বাসত্মবায়ন করা হচ্ছে।

এছাড়াও এ বছর প্রায় ২০০ একর জমি বোরো চাষের আওতায় নেয়া হয়েছে এবং ব্যাপক হারে তেল ও ডাল জাতীয় রবি শষ্যের আবাদ হচ্ছে।

তিনি আরও জানান যে, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের একামত্ম উদ্যোগে ও কৃষি বিভাগের সহায়তায় উপজেলার কার্তিকপাশা বড় বাড়ী সেচ প্রকল্প ও আংগারিয়ার রূপাশিয়া গ্রামে ভহগর্ভস্থ সেচ নালার কার্যক্রম শুরম্ন হয়েছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তার উপর অর্পিত দায়িত্ব পিরতলা বাজার-খুরমাতলা সড়কের পার্শ্বে রÿÿত গাছের নিলাম প্রক্রিয়া বিলম্ব হওয়ায় গাছ সমূহ নষ্ট হয়ে যাচ্ছে।  উপস্থিত সকল সদস্য গাছ সমূহ জরম্নরী ভিত্তিতে নিলাম প্রদানের তাগাদা দেন।

১। বিগত সভার সিদ্ধামত্ম সমূহ বাসত্মবায়ন করার অনুরোধ করা হয়।

২। পরবর্তী সভার পূর্বেই সরকারী নিয়ম অনুসরণ করে গাছসমূহ নিলামের সিদ্ধামত্ম গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা, দুমকী।

০৪

 

উপজেলা প্রাণি সম্পদ বিভাগঃ

অধুনা বিশ্ব জুড়ে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও অন্যান্য সংক্রামক রোগের প্রাদুর্ভাবের কারণে পোল্ট্রি খাতের অগ্রযাত্রা হুমকির মুখে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও অন্যান্য সংক্রামক প্রাণিরোগ ছড়ানোর ÿÿত্রে দেশের লাইভ বার্ড মার্কেটগুলো অন্যতম উৎস হিসেবে চিহ্নিত। লাইফ বার্ড মার্কেটে মুরগী বিক্রি ও জবাই করে মুরগীর নাড়িভহড়িসহ বর্জ্য যেখানে সেখানে ফেলে রাখা এভিয়ান ইনফ্লুয়েঞ্জাসহ বিভিন্ন রোগ বিসত্মারের অন্যতম কারণ। এ প্রেÿÿতে উক্ত লাইভ বার্ড মার্কেটগুলোতে মুরগী আনা নেওয়ার বাহন যেমন- গাড়ী, লঞ্চ, স্টীমার, খাঁচা এবং ট্রেগুলোকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করা, মার্কেটের দেয়াল, নর্দমা পরিস্কার পরিচ্ছন্ন করারসহ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করলে উৎস থেকে ভাইরাস ছড়ানো বন্ধ হবে। এতে একদিকে যেমন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হবে, তেমনি এভিয়ান ইনফ্লুয়েঞ্জাসহ অন্যান্য সংক্রামক রোগ বিসত্মার বন্ধ হবে।

১। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও অন্যান্য সংক্রামক রোগ নিরাময় করতে উপজেলাস্থ গুরম্নত্বপূর্ন হাটবাজার যেখানে হাঁস/মুরগী/কবুতর বিক্রি ও জবাই করা হয় সে স্থানটি আলাদা করে পৃথকভাবে লাইভ বার্ড মার্কেট স্থাপন করা এবং হাট-বাজার কমিটির মাধ্যমে সপ্তাহের যেকোন একদিন (বন্ধের দিনে) হাট-বাজারগুলোর প্রবেশপথে এবং বার্ড মার্কেটে নিয়মিতভাবে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা এবং ইহার ব্যয়ভার হাট-বাজারের রাজস্ব আয় থেকে যতদুর সম্ভব প্রদানের সিদ্ধামত্ম গৃহীত হয়।

২। পোলট্টি ব্যবসায়ী ও হাটবাজার ইজারাদারদের সাথে আলোচনা করে প্রত্যেক বাজারে সুবিধাজনক ভাবে একদিন বিক্রি বন্ধ রাখার সিদ্ধামত্ম হয় এবং ঐদিন পরিস্কার পরিচ্ছন্ন করার অনুরোধ করা হয়।

৩। সংশিস্নষ্ট বিষয় সংশিস্নষ্ট জনপ্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন, বাজার কমিটিকে লিখিতভাবে সচেতন করা এবং অবহিত করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, দুমকী।

০৫

 

উপজেলা  মাধ্যমিক শিক্ষা বিভাগঃ

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান যে, তাঁর দপ্তরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। উপজেলা পরিষদের অর্থায়নে মাধ্যমিক পর্যায়ে স্কুল ডায়েরী মুদ্রণ এর প্রাথমিক কাজ সম্পন্ন করা হয়েছে।

 

তিনি আরও জানান যে, শিÿা প্রতিষ্ঠানে পরিদর্শনের সময় শ্রেনীকÿÿ উপস্থিত ছাত্র-ছাত্রীদের মতামত জানতে চান এবং তাকে ছাত্র-ছাত্রী, শিÿক এবং অভিভাবকরা জানান যে, এ ডায়েরী প্রথা চালুর মাধ্যমে শিÿার ÿÿত্রে যুগামত্মকারী পদÿÿপ উন্মোচন হতে যাচ্ছে। তারা আরও দাবী করেন যে, আগামী বছর ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যমত্ম ডায়েরী চালু করা হলে শিÿার গুনগতমান আরও বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, এসএসসি/দাখিল ও সমমানের পরীÿা স্বচ্ছ ও সুন্দরভাবে চলছে।  

 

 

 

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ডায়েরীতে সিলের মাধ্যমে ‘উপজেলা পরিষদের  ও অভিভাবকগনের যৌথ উদ্যোগে’ কথাটি লেখা এবং  আগামী বছর ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যমত্ম ডায়েরী চালুর সিদ্ধামত্ম গৃহীত হয়।

উপজেলা মাধ্যমিক শিÿা অফিসার, দুমকী।

০৬

 

উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগঃ

উপজেলা নির্বাহী অফিসার বলেন যে, গত ১৪/০২/২০১৩ তারিখে নতুন প্রাথমিক শিÿা অফিসার যোগদান করেছেন। তিনি উপস্থিত সকলের পÿ থেকে তাকে স্বাগত জানান।

 

উপজেলা প্রাথমিক শিÿা কর্মকর্তা উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে বলেন যে, গত ০৯/০২/২০১৩ খ্রি. তারিখ উপজেলা প্রাথমিক শিÿা কমিটির ২৬তম সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সিদ্ধামত্ম সমূহ অবহিত এবং অনুমোদন করার প্রসত্মাব করা হয়। সভায় উপজেলা পরিষদের ৪৬তম সভার সিদ্ধামত্ম ও নীতিমালার আলোকে এডহক কমিটির রূপরেখাসহ বিভাগীয় কার্যক্রম সম্পর্কে বিসত্মারিত আলোচনা করা হয়েছে।

আলোচনায় উলেস্নখিত সিদ্ধামত্ম সমূহ অনুমোদন ও বাসত্মবায়নের সিদ্ধামত্ম গৃহীত হয়।

 

উপজেলা প্রাথমিক শিÿা অফিসার, দুমকী।

০৭

 

উপজেলা যুব উন্নয়ন বিভাগঃ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান যে, তার দাপ্তরিক কার্যক্রম ভালভাবে চলছে। 

 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার বলেন যে, সার্বিক দিক বিবেচনা করে যুব উন্নয়নের সকল কর্মকান্ডে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানান।

যুব উন্নয়নের সকল কর্মকান্ডে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার সিদ্ধামত্ম গৃহীত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, দুমকী।

০৮

 

ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগঃ

উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা জানান যে, ২০১২-১৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় মুরাদিয়া ইউনিয়নে চরগরবদী মোহাববত আলী মিরা বাড়ীর সামনে জন্টি বাড়িয়া খালের উপর ৩০ ফুট সেতু নির্মাণ প্রকল্পের লটারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গত ২৫/০২/১৩ তারিখ সংশিস্নষ্ট ঠিকাদারগনের উপস্থিতিতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার ৪০ দিন কর্মসূচীর ২য় পর্যায়ের অগ্রাধিকার প্রকল্প জমা দানের সকল ইউপি চেয়ারম্যানদের দৃষ্টি আকর্ষন করে বলেন, ৪০ দিনের কর্মসূচী বাসত্মবায়ন সম্পর্কে দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের দু’টি লিখিত নির্দেশনা পাওয়া গেছে। এতে তিনি ৪০ দিনের কর্মসূচী বাসত্মবায়নের পূর্বাভিজ্ঞতার আলোকে প্রকল্প গ্রহণে অগ্রাধিকার তালিকা হতে জনগুরম্নত্বপূর্ন প্রকল্প গ্রহণ, প্রকল্প বাসত্মবায়নে শ্রমিক ভিত্তিক সম্পাদন যোগ্য কর্ম ও সময়কাল নির্ধারণ, মনিটরিং ব্যবস্থা আরও জোরদার, ঝটিকা পরিদর্শনে প্রাপ্ত অনুপস্থিতি ও অনিয়মের বিষয় তড়িৎ ব্যবস্থা গ্রহণ, ননওয়েজকষ্ট খরচে কৃষিবান্ধব জলাবদ্ধতা নিরসনে পাকা পাইপ সংযোগ করা, বরাদ্দ প্রাপ্ত হলে অগ্রাধিকার তালিকাসহ কমিটির সভা আহবান ইত্যাদি বিষয়ের প্রতি যথেষ্ট গুরম্নত্ব আরোপ করেছেন।

সাধারণ এবং সংরÿÿত কাবিখা ও টিআর খাতে প্রাপ্ত বরাদ্দ ও গৃহীত প্রকল্প যথাসময়ে যথাযথভাবে বাসত্মবায়নের উপর গুরম্নত্বারোপ করা হয়।

১। ৪০ দিন কর্মসূচীর ২য় পর্যায়ের অগ্রাধিকার প্রকল্প জমা দান ও উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সকল নির্দেশনা সমূহ বাসত্মবায়নের সিদ্ধামত্ম গৃহীত হয়।

 

২। চলমান অর্থবছরে কাবিখা ও টিআর খাতে উপজেলা পরিষদ অনুকহলে প্রাপ্ত বরাদ্দ এবং গৃহীত প্রকল্পের কার্যক্রম অনুমোদনসহ বাসত্মবায়নের অগ্রগতির তদারকি করার সিদ্ধামত্ম গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা, দুমকী।

০৯

 

উপজেলা পলস্নী উন্নয়ন (বিআরডিবি) বিভাগঃ  

উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা সভায় জানান যে, তার দপ্তরের কার্যক্রম ভালভাবে চলছে। আপাতত কোন সমস্যা নেই।

 

উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা, দুমকী।

১০

 

উপজেলা মহিলা বিষয়ক বিভাগঃ  

উপজেলা মহিলা বিষয়ক  কর্মকর্তা জানান যে, দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কার্যক্রম বাসত্মবায়নে দুমকী উপজেলাধীন চারটি ইউনিয়নের প্রতিটিতে ৯জন করে এবং শ্রীরামপুর ইউনিয়নে ২০জন মাতৃত্বকাল ভাতাভোগী নির্বাচনের জন্য ইতিমধ্যে সংশিস্নষ্ট ইউনিয়নে চিঠি প্রেরণ করা হয়েছে। তাই নীতিমালার আলোকে পরিচ্ছন্ন রেজুলেশনসহ তালিকা জমা দানের জন্য বিশেষভাবে অনুরোধ জানান। 

মাতৃত্বকাল ভাতাভোগী নির্বাচনের জন্য বিধিমালার আলোকে পরিচ্ছন্ন রেজুলেশনসহ তালিকা জমা দানের জন্য সংশিস্নষ্টরা ব্যবস্থা নিবেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

১১

 

 

 

 

উপজেলা মৎস্য বিভাগঃ

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান যে, জাটকা আহরণ থেকে বিরত রাখার জন্য সংশিস্নষ্ট জেলে পরিবারের মধ্যে ফেব্রম্নয়ারী-মে/১৩ এই চার মাসের জন্য বিশেষ ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলার ৫৫০টি পরিবারের মধ্যে ৩০ কেজি চাল বিনামূল্যে বিতরণের নিমিত্ত বরাদ্দ পাওয়া গেছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার বলেন যে, জেলেদের তালিকা অর্থাৎ সংশিস্নষ্ট জেলে, এ এলাকায় যারা মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে শুধুমাত্র তাদেরকে তালিকায় অমর্ত্মভহক্ত করতে হবে। তিনি এর বিভাজন বিষয়ে বলেন, যেহেতু পাংগাশিয়া ইউনিয়নে ইলিশ ধরা জেলের সংখ্যা বেশি, এরপর মুরাদিয়া, আংগারিয়া ও লেবুখালী নদী বেষ্টিত ইউনিয়ন কাজেই এর বিভাজনের সময় বর্তমানে প্রাপ্ত জেলেদের প্রাথমিক তালিকা ও বিগত সময়ে সহায়তা প্রাপ্ত জেলেদের তালিকার যৌথ সমন্বয়ের মাধ্যমে নতুন তালিকার মাধ্যমে বিতরণ স্বচ্ছতা নিশ্চিত আবশ্যক।

 

বিগত বছরে খননকৃত রাজাখালী-পিরতলা-খুরমাতলা-কালীবাড়ী খালে মৎস্য চাষ ও বেকারত্ব বিবেচনায় যে প্রকল্প তৈরী করার দায়িত্ব উপজেলা মৎস্য কর্মকর্তাকে দেয়া হয়েছিল আজও তার কোন অগ্রগতি নেই এ বিষয়ে সকল সদস্য ÿÿাভ প্রকাশ করেন।

১। সংশিস্নষ্ট জেলে, এ এলাকায় যারা মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে শুধুমাত্র তাঁদেরকে বিশেষ ভিজিএফ কর্মসূচীর তালিকায় অমর্ত্মভহক্ত করার সিদ্ধামত্ম গৃহীত হয়।

২। জেলেদের ভিজিএফ বিতরণে সরজমিনে স্বচ্ছতা নিশ্চিত করার সিদ্ধামত্ম গৃহীত হয়।

৩। খননকৃত রাজাখালী-পিরতলা-খুরমাতলা-কালীবাড়ী খালে মৎস্য চাষের পরিকল্পণা পূর্ববর্তী সভার সিদ্ধামেত্মর আলোকে দ্রম্নত উপস্থাপন করার সিদ্ধামত্ম গৃহীত হয়।

উপজেলা মৎস্য  কর্মকর্তা, দুমকী

১২

 

সমবায় বিভাগঃ

উপজেলা সমবায় কর্মকর্তার প্রতিনিধি জানান যে, তার দাপ্তরিক কাজকর্ম ভালভাবে চলছে। আপাতত কোন সমস্যা নেই।

 

উপজেলা সমবায় কর্মকর্তা, দুমকী।

১৩

 

সমাজসেবা  বিভাগঃ

উপজেলা সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি জানান যে, তার দাপ্তরিক কাজকর্ম ভালভাবে চলছে। আপাতত কোন সমস্যা নেই।

উপজেলাধীন প্রতিবন্ধীদের তালিকা পরবর্তী সভায় উপস্থাপনসহ সমাজসেবা বিভাগের কার্যক্রম জোরদার করার সিদ্ধামত্ম গৃহীত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা, দুমকী।

১৪

 

জনস্বাস্থ্য বিভাগঃ

সভায় উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) জানান যে,  ২০১১-১২ অর্থ বছরে বরাদ্দের অনুকহলে ৩৮টি গভীর নলকূপ নির্ধারিত স্থানে স্থাপনের কাজ প্রায় শেষের পথে। এখনো ৮টি বাকি আছে। আর্সেনিক পরীÿার কাজ চলছে। ইতিমধ্যে অনেক টিউবওয়েলের পানি পরীÿা করা হয়েছে।

 

তিনি আরও জানান যে, উপজেলার বিভিন্ন প্রাইমারী স্কুলের পাশে ২০টি গভীর নলকূপ বসানোর নির্দেশনা পাওয়া গেছে।  এগুলো মন্ত্রণালয় থেকেই স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে।

১। ইতিপূর্বে অনুষ্ঠিত উপজেলা ওয়াটসান কমিটির সকল সিদ্ধামত্ম সমূহ অনুমোদন দেয়া হয় এবং দ্রম্নততার সাথে চলমান টিউবওয়েল বসানো এবং নিয়মিত আর্সেনিক পরীÿা করার অনুরোধ করা হয়।

২। গভীর নলকুপের জন্য নির্ধারিত ২০টি বিদ্যালয়ের তালিকা উপস্থাপনের সিদ্ধামত্ম গৃহীত হয়।

উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), দুমকী

১৫

 

উপজেলা প্রকৌশল  বিভাগঃ

উপজেলা প্রকৌশলী জানান যে, তার দাপ্তরিক কার্যক্রম ভালভাবে চলছে এবং বিগত সভার সিদ্ধামত্ম সমূহ বাসত্মবায়িত হচ্ছে। তিনি জানান যে, টাইলস বসানোর মাধ্যমে প্রশাসনিক ভবনের সংস্কার কাজের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে। যাহা দু’টি প্যাকেজে বিভক্ত করে প্রাক্কলন অনুমোদন নিয়ে দরপত্র আহবান করার প্রসত্মাব করেন।

তিনি আরও উলেস্নখ করেন, রÿণাবেÿন খাতে ইতিপূর্বে প্রাপ্ত ২০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে, যাহা ৫টি প্যাকেজে ভাগ করে প্রাক্কলন পরিবর্তন, সংশোধন ও সংযোজন করে অনুমোদন নিয়ে দরপত্র আহবান করার প্রসত্মাব করেন।

এ প্রসঙ্গে সভাপতি মহোদয় প্যাকেজ সমূহকে ওটিএম/এলটিএম পদ্ধতিতে করার প্রসত্মাব করেন।

পিপিআর ২০০৮ অনুযায়ী তড়িৎ বাসত্মবায়নের সিদ্ধামত্ম গৃহীত হয়।

উপজেলা প্রকৌশলী, দুমকী।

১৬

বিবিধ-১

উপজেলা নির্বাহী অফিসার বলেন যে, আগামী ১৭ মার্চ,১৩ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৯৩তম জন্ম দিবস এবং জাতীয় শিশু দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আগামী ১০/০৩/১৩ তারিখ উপজেলা পরিষদ সভাকÿÿ এক প্রস্ত্ততিমূলক সভা অনুষ্ঠিত হবে। দিবসটি উদযাপনে সকলকে সার্বিক সহযোগিতার অনুরোধ জানান।

আগামী ১৭ মার্চ,১৩ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৯৩তম জন্ম দিবস এবং জাতীয় শিশু দিবস উদযাপনে সংশিস্নষ্ট সকলে সার্বিক সহযোগিতা করবেন।

উপজেলা নির্বাহী অফিসার, দুমকী।

 

 

 

১৭

বিবিধ-২

সভায় দুমকী উপজেলার ১নং পাংগাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন বলেন যে, এ ইউনিয়নের নিমণবর্ণিত খালগুলো খননের অভাবে শুকিয়ে আসছে। শুকনো মৌসুমে অধিকাংশ খালে পানির প্রবাহ থাকে না। পানির অভাবে সেচ কার্যক্রম বন্ধ হবার উপক্রম হয়েছে এবং কৃষি উৎপাদন ব্যহত হচ্ছে। তিনি কৃষি নির্ভর উক্ত ইউনিয়নের (১) নলদোয়ানী খাল-৩.০০ কি:মি: (২) সানবাড়িয়া খাল- ৩.০০ কি:মি: (৩) নলদোয়ানী বিলের খাল ২.০০ কি:মি: (৪) বেপারী বাড়ি খাল- ২.০০ কি:মি: (৫) ফাইসা তলা খাল- ৩.০০ কি:মি: (৬) চাইলতা বুনিয়া ভাড়ানি খাল- ২.০০ কি:মি: (৭) নাপিত বাড়ির খাল- ২.৫০ কি:মি: (৮) মিনা বাড়ির খাল- ২.৫০ কি:মি: (৯) আলগী ভাড়ানি খাল- ৩.৫০ কি:মি: খনন আবশ্যক। উক্ত খালগুলো খনন করা হলে এলাকার জনসাধারণের আর্থ সামাজিক উন্নয়ন সাধিত হবে।

সভায় বিসত্মারিত আলোচনামেত্ম ১নং পাংগাশিয়া ইউনিয়নের খালগুলি এলজিইডি এর অংশগ্রহণমূলক ÿুদ্রাকার পানিসম্পদ সেক্টর প্রকল্পের আওতায় বাসত্মবায়নের সিদ্ধামত্ম গৃহিত হয়।

উপজেলা প্রকৌশলী, দুমকী।

১৮

বিবিধ-৩

দুমকী উপজেলা পরিষদ নিজস্ব ওয়েবসাইট ও ওয়েব পোর্টাল আপডেট প্রসঙ্গঃ

উপজেলা নির্বাহী অফিসার জানান যে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইতিমধ্যে সংশিস্নষ্ট অনেকেই ওয়েব পোর্টাল প্রশিÿণ গ্রহণ করেছেন। কিছু কিছু তথ্যাদি ইনপুট দেয়া হয়েছে। কিন্তু নিয়মিতভাবে হালনাগাদ হচ্ছে না বিধায় গত ০২/০১/১৩ তারিখে সংশিস্নষ্ট সকলকে পত্রদ্বারা অবহিত করে একটি ক্র্যাসপ্রোগ্রাম হাতে নেয়া হয়েছিল। কিমত্ম সংশিস্নষ্ট সকলের অংশগ্রহণ ও হালনাগাদ না হওয়ায় জরম্নরী ভিত্তিতে ওয়েব পোর্টাল হালনাগাদ করার জন্য উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষন করেন।  

জরম্নরী ভিত্তিতে দুমকী উপজেলা পরিষদ ওয়েবসাইট ও ওয়েব পোর্টাল হালনাগাদ করার সিদ্ধামত্ম গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সংশিস্নষ্ট সকল, দুমকী।

 

 

 

১৯

বিবিধ-৪

উপজেলা নির্বাহী অফিসার ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট প্রনয়নের জন্য ১৭টি বিভাগের কর্মকর্তাদের ২৮ ফেব্রম্নয়ারী/১৩ পর্যমত্ম সময় দিয়ে পত্র দেয়া হয়েছে কিন্তু কিছু বিভাগ থেকে জমা দেয়া হলেও এখন পর্যমত্ম অধিকাংশ বিভাগ থেকে খসড়া বাজেট জমা দেয় নাই। 

২০১৩-১৪ অর্থ বছরের খসড়া বাজেট জরম্নরী ভিত্তিতে জমা দানের সিদ্ধামত্ম গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার, দুমকী।

২০

বিবিধ-৫

উপজেলা পরিষদের গোপনীয় সহকারী জানান যে, চেয়ারম্যান, দুমকী উপজেলা পরিষদ মহোদয়ের অফিসের ফেব্রম্নয়ারী/২০১৩ মাসের আনুষাংগিক মামালামাল ক্রয় বাবদ মং ২,০০০/- টাকা, আপ্যায়ন বিল বাবদ ৫,০০০/- টাকার ভাউচার পেশ করেন এবং তা অনুমোদনের প্রসত্মাব করেন।

বিগত সভার সিদ্ধামত্ম মোতাবেক সকল ভাউচারের ব্যয় সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

চেয়ারম্যান, দুমকী উপজেলা পরিষদ মহোদয়ের অফিসের ফেব্রম্নয়ারী/১৩ মাসের আনুসাংগিক মালামাল ক্রয় বাবদ ২,০০০/- টাকা, আপ্যায়ন বিল বাবদ ৫,০০০/- টাকার ভাউচার সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয় এবং তা উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে পরিশোধ করার সর্বসম্মত সিদ্ধামত্ম গৃহীত হয়।

চেয়ারম্যান, দুমকী উপজেলা পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসার, দুমকী।

           সভায়  আর কোন  আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।   

 

         মোসাঃ নাছিমা বেগম

         মহিলা ভাইস চেয়ারম্যান

         দুমকী উপজেলা পরিষদ, পটুয়াখালী।

স্মারক নং- ০৫.১০.৭৮৫৫.০০১.১২.০০১.১২-                (৪৫)                                             তারিখঃ ২৭-০২-২০১৩ খ্রিঃ।

          অনুলিপি সদয় অবগতি ও কার্যার্থেঃ-

০১।    মাননীয় প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ও সংসদ

          সদস্য-১১১ পটুয়াখালী-১, এবং উপদেষ্টা, দুমকী উপজেলা পরিষদ, পটুয়াখালী।

০২।     সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ঢাকা-১০০০।

০৩।     জেলা প্রশাসক, পটুয়াখালী।

০৪।     উপজেলা .......................................... অফিসার, দুমকী।

০৫।     জনাব ..................................................................... দুমকী।           

০৬।     অফিস নথি।          

 (শাবিবর আহম্মদ)

উপজেলা নির্বাহী অফিসার

দুমকী, পটুয়াখালী।