১৯৯৭ সালে দুমকী উপজেলা সদরে প্রতিষ্ঠিত লুথার্যান হেলথ কেয়ার বাংলাদেশ হাসপাতালটি মা ও শিশু স্বাস্থ্য সেবায় উন্নত মানের এবটি হাসপাতাল। যা শুধু দুমকী উপজেলা নয় আশেপাশের বেশ কয়েকটি উপজেলার সর্বস্তরের মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে সুনাম অর্জন করেছে। হাসপাতালটিতে একজন বিদেশীসহ তিনজন বিশেষজ্ঞ ডাক্তার বিএসসি নার্স ও বিএসসি টেকনোলোজিস্ট সহ ৭০ জন কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন। শুরুতে এর প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন আমেরিকার অধিাসী জনাব এডকস্ট। বর্তমান নির্বাহী পরিচালক হলেন মিঃ পিউস ছেড়াও। এ হাসপাতালে জরুরী বিভাগসহ মা ও শিশু স্বাস্থ্য সেবা দানের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। এ হাসপাতালে রয়েছে নিজস্ব প্যাথলজি ও এ্যাম্বুলেন্স সেবা। পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান কারী। এ প্রতিষ্ঠানটি এনজিও ব্যুরোতে এনজিও হিসাবে নিবন্ধিত। মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক বিরোধী কর্মকান্ডসহ শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য এ এনজিওটির রয়েছে নিজস্ব একটি চিলড্রেন স্কুল। সামগ্রিক পল্লী উন্নয়নের নিমিত্তে কমিউনিটি ডেভেলেপ মেন্ট কর্মসূচি কাজ করছে।
স্বাস্থ্য সেবাসমূহ
বহিঃবিভাগ বা ওপিডি সেবা।
জরুরী স্বাস্থ্য সেবা।
আভ্যান্তরীণ বিভাগ বা আইপিডি সেবা।
উন্নত মানের প্যাথলজী পরীক্ষা ও রোগ সনাক্ত।
অত্যাধুনিক অপারেশন থিয়েটার।
ফার্মেসী সেবা।
ব্লাড ব্যাংক।
এ্যাম্বুলেন্স সার্ভিস।
স্যাটেলাইট ক্লিনিক ও হেল্থ সেন্টার।
জরুরী যোগাযোগ
মিঃ পিউস ছেড়াও- 01715158102
এ.কে.এম. আমিনুল হক- 01715043328, 01975043328
রেভাঃ ডেভিড ঘোষ- 01710833621, 01925056207
ডাঃ সৈয়দ নেছার আলী- 01682634747,
ডাঃ জাস্টিন বাউজান্ড্রি- 01743563333,
লুথার্যান হেলথ কেয়ার বাংলাদেশ (হাসপাতাল) জরুরী বিভাগ- 01713199120,
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS