Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
উন্নয়ন মেলা-২০১৭
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

দুমকী,পটুয়াখালী।

(ওয়েব সাইট: dumki.patuakhali.gov.bd)

 

‘‘উন্নয়ন মেলা’’ আয়োজন ও সফল বাসত্মবায়ন উপলক্ষ্যে প্রস্ত্ততি সভার কার্যবিবরণী

 

সভাপতি   ঃ মোঃ হাফিজুর রহমান

                সভাপতি, উন্নয়ন মেলা আয়োজন ও সফল বাসত্মবায়ন কমিটি ও

                উপজেলা নির্বাহী অফিসার, দুমকী, পটুয়াখালী।

তারিখ      ঃ ০১/০১/২০১৪ খ্রি.।

সময়        ঃ বিকাল- ৩.০০ ঘটিকা।

স্থান         ঃ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, দুমকী, পটুয়াখালী।

 

সভায় উপস্থিত সদস্যবৃন্দের তালিকা- পরিশিষ্ট ‘‘ক’’ দ্রষ্টব্য

 

            সভাপতি সভায় উপস্থিত সকলকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সভার আলোচ্যসূচী অনুযায়ী আলোচনা শুরম্ন করেন এবং নিমেণাক্তভাবে আলোচনা ও সিদ্ধামত্ম  গৃহীত হয়।

 

সভার শুরম্নতে সভাপতি মহোদয় জানান যে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উন্নয়ন মেলা আয়োজন সংক্রামত্ম আমত্মঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী পাওয়া গেছে। তিনি কার্যবিবরণী সভায় উপস্থাপন করেন এবং সকলকে অবহিত করেন।

 

তিনি আরও জানান যে, মূলত: উন্নয়ন মেলা জনগণ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রামিত্মক পর্যায়ে মানুষের মাঝে তুলে ধরতে হবে, যেন জনগণ সরকারের উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত হতে পারে এবং সরকারের মুখপাত্র হিসেবে প্রচারণায় অংশগ্রহণ করতে পারে।

 

এছাড়া সরকারের ভবিষ্যত কর্মপরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য প্রচার ও এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধ করা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবর্গ ও সরকারি কর্মকর্তাদের যৌথ অংশগ্রহণে স্থানীয় সমস্যা সম্পর্কে মতবিনিময় ও বাসত্মবায়ন পরিকল্পনা, নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ, তথ্য-প্রযুক্তি সেবাখাত, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি খাতে বাংলাদেশের অর্জন, বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা, স্থানীয় উন্নয়ন চাহিদা সম্পর্কে অবহিত হওয়া এবং গণশুনানী গ্রহণ পূর্বক স্থানীয় সমস্যার তাৎক্ষনিক সমাধান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অর্জিত আমত্মর্জাতিক স্বীকৃতি/সাফল্য/পুরস্কার সম্পর্কিত প্রচারণা এবং শেখ হাসিনা ব্রান্ডিং এর জন্য ‘শেখ হাসিনা বিশেষ উদ্যোগ’ সম্পর্কে জনগণের অংশীদারিত্ব বৃদ্ধি করতে হবে। আর এ কার্যক্রম বাসত্মবায়নের লক্ষ্যে সারাদেশের সকল জেলা ও উপজেলার সাথে সংগতি রেখে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে দুমকী উপজেলায় আগামী ৯-১১ জানুয়ারি ২০১৭ উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। এতে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সকল পর্যায়ের জনসাধারণ অংশগ্রহণ করবেন।  

 

এ পর্যায়ে সভাপতি মহোদয় উন্নয়ন মেলার সফল বাসত্মবায়নের জন্য উপস্থিত সকলের মতামত আহবান করেন।

 

সভাপতি মহোদয়ের আহবানে উপস্থিত সরকারী দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও এনজিও প্রতিনিধিগণ সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং সকলে উন্নয়ন মেলা আয়োজনের বিষয় নিয়ে আলোচনা করেন। এটি সফল বাসত্মবায়নের উপর বিশেষ গুরম্নত্বারোপ করেন এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। প্রতিনিধিগন সভাপতি মহোদয়কে উপজেলা কমিটির অধীনে উন্নয়ন মেলা আয়োজন সংক্রামত্ম আমত্ম:মন্ত্রণালয় সভার কার্যবিবরণীর আলোকে প্রতিটি বিভাগে একটি করে উপ-কমিটি গঠনের প্রসত্মাব করেন। এ প্রসত্মাবের আলোকে সভাপতি মহোদয় নিমণবর্ণিতভাবে সর্বসম্মতিক্রমে উপ-কমিটি গঠন করেন।

 

০১। র‌্যালী ও শোভা যাত্রা উপ-কমিটিঃ (পদ ও জেষ্ঠ্যতার ক্রমানুসারে নহে)

·        জনাব মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার                                             আহবায়ক

·        জনাব মনিলাল সিকদার, উপজেলা শিক্ষা অফিসার                                                             সদস্য

·        জনাব আমিনুল ইসলাম সালাম, সহসভাপতি, দুমকী উপজেলা আওয়ামীলীগ                                 সদস্য

·        জনাব মোঃ ফোরকান আলী মৃধা, সাংগঠনিক সম্পাদক, দুমকী উপজেলা আওয়ামীলীগ                    সদস্য

·        জনাব আলমগীর হোসেন, প্রধান শিক্ষক দুমকী একে মাঃ বিদ্যালয়                                           সদস্য  

·        জনাব মোঃ জামাল হোসেন, অধ্যক্ষ, দুমকী টেকনিক্যাল এন্ড বিএম মহিলা কলেজ,                       সদস্য

·        জনাব মোঃ হোসাইন আহমাদ কবির, নির্বাহী পরিচালক, পলস্নী সেবা সংঘ (পিএসএস)                    সদস্য

বর্ণিত উপ-কমিটি ৯/০১/১৭ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় র‌্যালী ও শোভা যাত্রা সফল করার জন্য পর্যাপ্ত সংখ্যক ছাত্র-ছাত্রী ও ব্যান্ড পার্টির উপস্থিতি নিশ্চিত করবেন।

 

০২। স্টল বরাদ্দ ও শ্রেষ্ঠ স্টল নির্বাচন উপ-কমিটিঃ

·        জনাব এ্যাড মোঃ হুমায়ুন কবির বাদশা, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ                               আহবায়ক

·        জনাব মোসাঃ নাসিমা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ                                   সদস্য

·        জনাব দীবাকর চন্দ্র দাস, অফিসার ইনচার্জ, দুমকী থান                                                        সদস্য

·        জনাব মোঃ জসিম উদ্দিন বাদল, সাবেক সভাপতি, দুমকী উপজেলা ছাত্রলীগ                               সদস্য

·        জনাব হাওলাদার মোঃ মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক, দুমকী উপজেলা কৃষকলীগ             সদস্য

·        জনাব সাইফুল আলম রঞ্জু, সাবেক যুগ্ম আহবায়ক, দুমকী উপজেলা যুবলীগ                                 সদস্য

 

বর্ণিত উপ-কমিটি স্টল সমূহ বরাদ্দ প্রদান করবেন এবং বরাদ্দকৃত স্টল হইতে শ্রেষ্ঠ স্টল নির্বাচন করবেন। 

 

০৩। মূল্যায়ন উপ-কমিটিঃ (চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা)

·        জনাব এ.আর.এম সাইফুলস্নাহ, উপজেলা কৃষি অফিসার                                                       আহবায়ক

·        জনাব মোঃ সফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার                                        সদস্য

·        জনাব ডাঃ সোহেল রহমান, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স                               সদস্য

·        জনাব মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার                                             সদস্য

·        জনাব মনিলাল সিকদার, উপজেলা শিক্ষা অফিসার                                                             সদস্য

·        জনাব মোঃ মজিবুর রহমান মাষ্টার, সহসভাপতি, দুমকী উপজেলা আওয়ামীলীগ                            সদস্য

·        জনাব মাওঃ আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, দুমকী উপজেলা আওয়ামীলীগ                    সদস্য

 

বর্ণিত উপ-কমিটি কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীর নামের তালিকা উপজেলা কমিটির নিকট প্রেরণ করবেন।

 

০৪। সাংস্কৃতিক উপ-কমিটিঃ

·        জনাব মাহবুবুল কবির নান্নু, উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার                                                 আহবায়ক

·        জনাব মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার                                             সদস্য

·        জনাব মনিলাল সিকদার, উপজেলা শিক্ষা অফিসার                                                             সদস্য

·        জনাব মোঃ জামাল হোসেন, অধ্যক্ষ দুমকী টেকনিক্যাল এন্ড বিএম মহিলা কলেজ                         সদস্য

·        জনাব মোঃ আলমগীর হোসেন, প্রধান শিক্ষক, দুমকী একে মাধ্যমিক বিদ্যালয়                             সদস্য

·        জনাব কাজী মাকসুদুর রহমান, প্রধান শিক্ষক, দুমকী এনকে আলী বালিকা মাঃ বিদ্যালয়                  সদস্য

·        জনাব মোঃ আতিকুল ইসলাম, প্রধান শিক্ষক, লেবুখালী হাবিবুলস্নাহ মাধ্যমিক বিদ্যালয়                   সদস্য

·        জনাব একেএ. আবদুর রব, প্রধান শিক্ষক, আংগারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়                          সদস্য

·        জনাব আবদুল জববার হাওলাদার, প্রধান শিক্ষক, আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়                 সদস্য

·        জনাব আবদুল কুদ্দুস, প্রধান শিক্ষক, সৃজনী বিদ্যানিকেতন                                                    সদস্য

·        জনাব আবদুল মজিদ খান, প্রধান শিক্ষক, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়                              সদস্য

·        জনাব মোঃ নুরম্নল ইসলাম, প্রধান শিক্ষক, দুমকী দেবীরচর মডেল সরকারী প্রা: বিদ্যালয়                 সদস্য

·        জনাব ইখতিয়ার উদ্দিন শাহিন, প্রধান শিক্ষক, দুমকী একে সরকারী প্রাথমিক বিদ্যালয়                   সদস্য

·        জনাব মোঃ রিয়াজ কাঞ্চন সহিদ মৃধা, দুমকী                                                                    সদস্য

·        জনাব বাবু মধু সুদন হাওলাদার, জলিশা                                                                          সদস্য

·        জনাব বাবু তপন কুমার, উপজেলা কৃষি অফিস                                                                  সদস্য

·        জনাব সুলতান মোলস্না, যুগ্ম সাধারণ সম্পাদক, দুমকী উপজেলা আওয়ামীলীগ                               সদস্য

·        জনাব আবু ইউসুফ খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, দুমকী উপজেলা আওয়ামীলীগ                   সদস্য

·        জনাব শহীদুল ইসলাম হাওলাদার, সদস্য, দুমকী উপজেলা আওয়ামীলীগ                         সদস্য

 

বর্ণিত উপ-কমিটি প্রতিদিন সন্ধ্যা ৬.০০ ঘটিকা থেকে রাত ৯.০০ টা পর্যমত্ম সরকারের উন্নয়ন সংক্রামত্ম নাটিকা এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিফলিত হয় এমন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন।

 

 

০৫। পুরস্কার ক্রয় ও বিতরণ উপ-কমিটিঃ

·        জনাব মোঃ সফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার                                        আহবায়ক

·        জনাব মোঃ আলতাফ হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক, দুমকী উপজেলা আওয়ামীলীগ               সদস্য

·        জনাব মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার                                             সদস্য

·        জনাব মনিলাল সিকদার, উপজেলা শিক্ষা অফিসার                                                             সদস্য

·        জনাব মোঃ জামাল হোসেন, অধ্যক্ষ, দুমকী টেকনিক্যাল এন্ড বিএম মহিলা কলেজ                                    সদস্য

·        জনাব মোঃ হোসাইন আহমাদ কবির, নির্বাহী পরিচালক, পলস্নী সেবা সংঘ (পিএসএস)                    সদস্য

·        জনাব মোঃ অহিদুর রহমান শহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দুমকী উপজেলা আওয়ামীলীগ           সদস্য

·        জনাব মিজানুর রহমান খান বাবুল, সদস্য, দুমকী উপজেলা আওয়ামীলীগ                                    সদস্য

·        জনাব মোঃ ইউনুচ আলী মৃধা, সাবেক সভাপতি, দুমকী উপজেলা যুবলীগ                                    সদস্য

বর্ণিত কমিটি প্রয়োজনীয় সংখ্যক পুরস্কার ক্রয় ও বিতরণের ব্যবস্থা গ্রহণ করবেন।

 

সিদ্ধামত্ম সমূহ ঃ

০১। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে আগামী ৯, ১০, ১১ জানুয়ারি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে এবং প্রতিদিন সকাল ৯.০০ ঘটিকা থেকে রাত ৯.০০ টা পর্যমত্ম মেলা চলবে।

০২। শিক্ষার্থী অভিভাবকসহ প্রামিত্মক পর্যায়ের সকল জনগণকে এ মেলায় অংশগ্রহণের জন্য মেলা শুরম্নর আগের দিন উপজেলার সকল জায়গায় মাইকিং এর ব্যবস্থা করতে হবে।

০৩। উপজেলার সকল সরকারি দপ্তর/সংস্থা, এনজিও, উন্নয়ন সংস্থা মেলায় অংশগ্রহণ করবে।

০৪। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগনের মেলায় অংশগ্রহণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার নিশ্চিত করবেন।

০৫। মেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েনের জন্য অফিসার ইনচার্জ, দুমকী থানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

০৬। মেলা চলাকালীন সময়ে সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

০৭। লুথার‌্যান হেলথ কেয়ার বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় মেলা স্টলে অমত্মত ৩০০ ছাত্র-ছাত্রীর রক্তের গ্রম্নপ ফ্রি নির্ণয়ের ব্যবস্থা করবে। 

০৮। পলস্নী সেবা সংঘ (পিএসএস) এর আর্থিক সহায়তায় র‌্যালী ও শোভা যাত্রার ক্যাপ সরবরাহ করবে।

০৯। মেলা চত্বরে রাত্রিকালীন পাহাড়া দেয়ার জন্য চেয়ারম্যান, শ্রীরামপুর/আংগারিয়া/লেবুখালী থেকে প্রয়োজনীয় সংখ্যক চৌকিদার প্রেরণের ব্যবস্থা করবেন।  

 

সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।   

 

 

 

(মোঃ হাফিজুর রহমান)

সভাপতি

উন্নয়ন মেলা আহবান ও সফল বাসত্মবায়ন কমিটি ও

উপজেলা নির্বাহী অফিসার

দুমকী, পটুয়াখালী।

স্মারক নং- ০৫.১০.৭৮৫৫.০০১.১২.০০১.১৬-                                               তারিখঃ ০১-০১-২০১৭ খ্রিঃ।

অনুলিপি সদয় অবগতি ও কার্যার্থেঃ-

০১।   মাননীয় সংসদ সদস্য-১১১, পটুয়াখালী-১ এবং উপদেষ্টা, দুমকী উপজেলা পরিষদ, পটুয়াখালী।

০২।   সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ঢাকা-১০০০।

০৩।   জেলা প্রশাসক, পটুয়াখালী।

০৪।   চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দুমকী, পটুয়াখালী।

০৫।   ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দুমকী, পটুয়াখালী।

০৬।   আহবায়ক,.................................................................................... উপ-কমিটি।

০৬।   উপজেলা ............................................................................... অফিসার, দুমকী।

০৭।   জনাব .............................................................................................. দুমকী।

০৮।   অফিস নথি।                                          

 

 (মোঃ হাফিজুর রহমান)

উপজেলা নির্বাহী অফিসার

দুমকী, পটুয়াখালী।

 

 

 

 

উন্নয়ন মেলা আহবান ও সফল বাসত্মবায়ন সংক্রামত্ম উপজেলা কমিটির প্রস্ত্ততি সভায়

উপস্থিত সদস্যদের তালিকা (পদ ও জ্যেষ্ঠ্যতার ক্রমানুসারে নহে)ঃ

 

ক্রমিক নং

নাম

পদবী

স্বাক্ষর

1.        

জনাব মোঃ হাফিজুর রহমান

উপজেলা নির্বাহী অফিসার, দুমকী

স্বাক্ষরিত

2.       

জনাব মোঃ আলমগীর সিকদার

চেয়ারম্যান, পাংগাশিয়া ইউনিয়ন পরিষদ, দুমকী

স্বাক্ষরিত

3.       

জনাব মোঃ আঃ জববার সিকদার

চেয়ারম্যান, লেবুখালী ইউনিয়ন পরিষদ, দুমকী

স্বাক্ষরিত

4.        

জনাব মোঃ সাইফুল আলম

চেয়ারম্যান, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ, দুমকী

স্বাক্ষরিত

5.       

জনাব দিপুল কুমার বিশ্বাস

উপজেলা প্রকৌশলী, দুমকী

স্বাক্ষরিত

6.       

জনাব মোঃ সহিদুল ইসলাম

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, দুমকী

স্বাক্ষরিত

7.       

জনাব মোঃ রফিকুল ইসলাম

উপজেলা নির্বাচন অফিসার, দুমকী

স্বাক্ষরিত

8.       

জনাব মোঃ আলমগীর হোসেন

প্রধান শিক্ষক, দুমকী একে মাধ্যমিক বিদ্যালয়

স্বাক্ষরিত

9.       

জনাব ডাঃ সোহেল রহমান

মেডিকেল অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স, দুমকী

স্বাক্ষরিত

10.    

জনাব কাজী মাকসুদুর রহমান

প্রধান শিক্ষক, দুমকী এনকে আলী মাঃ বিদ্যালয়

স্বাক্ষরিত

11.    

জনাব মনিলাল সিকদার

উপজেলা শিক্ষা অফিসার, দুমকী

স্বাক্ষরিত

12.    

জনাব সুশামত্ম কুমার দাস

সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় অফিস, দুমকী

স্বাক্ষরিত

13.   

জনাব সহিদুল আলম

উপজেলা প্রাণিসম্পদ অফিস, দুমকী

স্বাক্ষরিত

14.    

জনাব আজম সাইদুর রহমান

উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) দুমকী

স্বাক্ষরিত

15.    

জনাব মোঃ ফোরকান মোলস্না

উপজেলা যুব উন্নয়ন অফিস দুমকী

স্বাক্ষরিত

16.   

জনাব গোবিন্দ চ্দ্র কর্মকার

সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, দুমকী

স্বাক্ষরিত

17.    

জনাব আল মামুন

উদ্যোক্তা, লেবুখালী ইউনিয়ন ডিজিটাল সেন্টার

স্বাক্ষরিত

18.    

জনাব মোঃ সোহেল ইকবাল

সহকারী পলস্নী উন্নয়ন কর্মকর্তা, দুমকী

স্বাক্ষরিত

19.    

জনাব মোঃ জাহাঙ্গীর মিয়া

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা, দুমকী

স্বাক্ষরিত

20.    

জনাব এমএন আসাদুজ্জামান

উপসহকারী প্রকৌশলী, উপজেলা পিআইও অফিস

স্বাক্ষরিত

21.    

জনাব এস.এম সাঈদ

উদ্যোক্তা, মুরাদিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার

স্বাক্ষরিত

22.   

জনাব ফারম্নক হোসেন রিপন

উদ্যোক্তা, আংগারিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার

স্বাক্ষরিত

23.   

জনাব মোঃ নুরম্নল আমিন

উদ্যোক্তা, শ্রীরামপুর ইউনি

Publish Date
08/01/2017