সংক্ষিপ্ত বর্ণনা
ছায়া ঘেরা শান্ত সুনিবিঢ় গ্রামের সৌম পরি্বেশে ২০০০ সালে প্রতিষ্ঠিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এক অনিন্দ সুন্দর জায়গা, যা ভ্রমণ পিয়াষুদের আনন্দ দিতে সক্ষম। এ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রয়েছে দৃষ্টি নন্দন লেক, যার মাঝে রয়েছে নান্দনিক বাংলো ঘর ও কারুকার্যে গড়া সেতু। মৎস্য গবেষণার কয়েকটি প্রকল্প রয়েছে এ লেকে। লেকের চারপাশ বৃক্ষ শোভিত। পরিচ্ছন্ন পাড়ে রয়েছে বসার সুন্দর ব্যবস্থা। বিকেলে যখন শ্বেত শুভ্র রাজ হংস-হংসী এ লেকে ভেসে বেড়ায় তখন তা সৃষ্টি হয় মনোমুগ্ধকর এক অপরূপ দৃশ্যের। এছাড়াও এ ক্যাম্পাসে রয়েছে পদ্ম পুকুরসহ বেশ কটি পুকুর, সমগ্র ক্যাম্পাস জুড়ে রয়েছে দেশী-বিদেশী নানা ফুল ও বৃক্ষের সমাহার।
প্রশাসনিক ভবনের সম্মুখে রয়েছে মুক্তিযুদ্ধের দৃষ্টিনন্দন শৈল্পিক ভাস্কর্য “জয় বাংলা”। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সাত বীর শ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্য।এছাড়াও শহীদ মিনার ও আরও কয়েকটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য। পূর্ব ক্যাম্পাসে বিস্তৃত কৃষি ফার্ম, গবেষণাগার, এম. কেরামত আলী হল এবং সৃজনী বিদ্যানিকেতনের ক্যাম্পাসসহ সমগ্র ক্যাম্পাসের প্রতিটি সড়ক ও হল নান্দনিকভাবে সাজানো। যা প্রতিনিয়ত দর্শনার্থীদের আনন্দ দিয়ে যাচ্ছে। আপনাকেও স্বাগত জানাই।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS