Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
দুমকী উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উদযাপন
Details

দুমকী উপজেলায় ১২/১২/২০১৯ খ্রি. তারিখে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ যথাযথভাবে উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হল " সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে"।  ১০.০০ ঘটিকায় উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শঙ্কর কুমার বিশ্বাস, অফিস ইন চার্জ, দুমকী, উপজেলা কৃষি কর্মকর্তা, দুমকী,  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দুমকী,  সহকারী প্রোগ্রামার, দুমকী,  উপজেলা মাধ্যমিক কর্মকর্তা দুমকীসহ অন্যান্য অফিসারবৃন্দ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ দিবসের মূল অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রচার করা হয়। সকাল ১০.৩০ ঘটিকায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শঙ্কর কুমার বিশ্বাস। উক্ত সভায় শুভ্রা কুন্ডু, সহকারী প্রোগ্রামার, দুমকী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, দুমকী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দুমকী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা, দুমকী, এবং মহিলা ভাইস চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব শঙ্কর কুমার বিশ্বাস তার বক্তব্যে ডিজিটাল বাংলাদেশের ১১ বছরের অর্জনের কথা উল্লেখ করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকতে বলেন। উক্ত সভায় সহকারী প্রোগ্রামারসহ অন্যান্য বক্তারা দিবসের প্রতিপাদ্য এবং ডিজিটাল বাংলাদেশের অর্জন নিয়ে বক্তব্য প্রদান করেন। ১১.০০ ঘটিকায় কুইজ প্রতিযোগিতা এবং ১১.৩০ ঘটিকায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১২.০০ ঘটিকায় পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা, দুমকী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দুমকী,  এবং সহকারী প্রোগ্রামার দুমকী । এরপর সহকারী প্রোগ্রামার, দুমকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Images
Attachments
Publish Date
12/12/2019
Archieve Date
30/11/2020