রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, শুধু একজন মানুষই পারে আরেক জন মানুষকে বাঁচাতে। বর্তমানে বাংলাদেশে প্রতি বছর রক্তের প্রয়োজন ৯ লাখ ব্যাগ। কিন্তু দুঃখের ব্যাপার প্রতি বছর বহু মানুষ মারা যাচ্ছে জরুরি মুহূর্তে প্রয়োজনীয় রক্তের অভাবে।
অনলাইন ভিত্তিক স্বেচ্ছায় রক্তদান এর উদ্দেশ্যঃ
অনলাইন ভিত্তিক স্বেচ্ছায় রক্তদান এর উদ্দেশ্য হল মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে যেন যে কেউ যে কোন সময় রক্তদাতার সাথে খুব সহজেই সরাসরি যোগাযোগকরতে পারে। রক্তদানে আগ্রহী ব্যক্তিদের রক্তের গ্রুপ ভিত্তিক তালিকাটি উপজেলা ওয়েব পোর্টালে প্রকাশের মাধ্যমে দিনে রাতে যে কোন সময় জরুরি প্রয়োজনে রক্ত প্রাপ্তি নিশ্চিত হবে। যেকোন রক্তের গ্রুপ প্রয়োজন ক্ষেত্রে অন্য কোন রক্তের গ্রুপের রক্ত নিতে পারবে তা জনসাধারনের বোঝার সুবিধার্থে ছক আকারে দেয়া হয়েছে।এর মাধ্যমে জরুরি ক্ষেত্রে প্রয়োজনে অন্য কোন গ্রুপের রক্ত গ্রহণ করা যাবে তা সহজেই বোধগম্য হবে। রক্তদান সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেমনঃ কেন রক্তদান করবেন, কারা রক্তদান করতে পারবেন সম্পর্কে এখানে ধারনা দেয়া হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস