দুমকী উপজেলায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠ সমূহ ছাড়াও জনতা কলেজ, দুমকী এ.কে মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা কমপ্লেক্স, সৃজনী বিদ্যানিকেতন, লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে খেলার মাঠ। এ মাঠ গুলোতে নিয়মিত প্রতিষ্ঠান ভিত্তিক এবং এলাকা ভিত্তিক নানা ধরনের খেলাধূলার আয়োজন করা হয়। সরকারী উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ, মৌসুমী প্রতিযোগিতা, বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য আন্ত:স্কুল প্রতিযোগিতা, বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আড়ম্বরপূর্ন ভাবে পালন করা হয়। এছাড়াও প্রতিবছর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল ও ক্রিকেট টূর্ণামেন্ট আয়োজনের পাশাপাশি স্থানীয়ভাবে ইউনিয়ন ভিত্তিক ফুটবল টূর্ণামেন্টের আয়োজন হয়ে থাকে। এছাড়াও সরকারী উদ্যোগে ইউনিয়নে ইউনিয়নে আয়োজন করা হয় লাঠি খেলা, হাড়ি ভাংগাসহ নানা গ্রামীণ খেলাধূলা। এছাড়াও এ উপজেলায় গ্রামের জনগন নিজ উদ্যোগে ঘোড় দৌড় ও নৌকা বাইচের আয়োজন করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস