Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দুমকী উপজেলার তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।


শিরোনাম
১৫জুন-২০১৪ তারিখে দুমকী উপজেলা পরিষদের তৃতীয় সভা আহবান
বিস্তারিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুমকী উপজেলা পরিষদ দুমকী, পটুয়াখালী। স্মারক নং- ০৫.১০.৭৮৫৫.০০০.১৩.০১১.১৪- ১১২ তারিখঃ ০৮/০৬/২০১৪ খ্রিঃ। বিষয় ঃ দুমকী উপজেলা পরিষদের তৃতীয় সভা আহবান। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দুমকী উপজেলা পরিষদের তৃতীয় সভা আগামী ১৫/০৬/২০১৪ খ্রি. তারিখ রবিবার সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে আহবান করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন জনাব মোঃ শাহজাহান শিকদার, চেয়ারম্যান, দুমকী উপজেলা পরিষদ, দুমকী, পটুয়াখালী। উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য তাঁকে অনুরোধ করা হল। সভার আলোচ্যসূচীঃ ০১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও সিদ্ধামত্ম সমূহ দৃঢ়করণ। ০২। উপজেলা প্রকৌশল বিভাগের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা। ০৩। উপজেলা প্রকল্প বাসত্মবায়ন বিভাগের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা। ০৪। অন্যান্য সকল বিভাগের ২০১৩-১৪ অর্থ বছরের সমাপনী হিসাব উপস্থাপন ও পর্যালোচনা। ০৫। বিবিধ। প্রাপক, .......................................................... .......................................................... দুমকী, পটুয়খালী। (শাবিবর আহম্মদ) উপজেলা নির্বাহী অফিসার দুমকী, পটুয়াখালী। ফোনঃ ০৪৪২৭-৫৬১০০ মোবাইলঃ ০১৭৩৩-৩৩৪১৪৭ ইমেইলঃ unodhumki@mopa.gov.bd স্মারক নং- ০৫.১০.৭৮৫৫.০০০.১৩.০১১.১৪- ১১২ (৪) তারিখঃ ২৯/০৫/২০১৪ খ্রিঃ। অনুলিপি সদয় অবগতি ও কার্যার্থেঃ ০১। জনাব এবিএম রম্নহুল আমিন হাওলাদার, মাননীয় সংসদ সদস্য-১১১, পটুয়াখালী-১ উপদেষ্টা, দুমকী উপজেলা পরিষদ, পটুয়াখালী। ০২। জেলা প্রশাসক, পটুয়াখালী। ০৩। চেয়ারম্যান, দুমকী উপজেলা পরিষদ, পটুয়াখালী। ০৪। ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দুমকী, পটুয়াখালী। (শাবিবর আহম্মদ) উপজেলা নির্বাহী অফিসার দুমকী, পটুয়াখালী।
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/06/2014